সুন্দর এই বসুন্ধরা ঘুরছে যেমন করে;
তেমন করে ঘুরছি আমি,
ঘুরছি শুধু ঘুরছি।
শূন্যলোকে যাচ্ছি উড়ে, দূরে বহুদূরে;
যাচ্ছি কোথা জানি না তা, সে কোন অজানপুরে!
ঠিক ঠিকানা নেইতো আমার জানা,
চক্ষুষ্মান হয়েও আজি রই যে ভীষণ কানা।
ঘুরছি শুধু ঘুরছি,
সূর্যদহন তীব্র তাপে পুড়ছি শুধু পুড়ছি।
জানিনা তো সঠিক করে গন্তব্যই কোথা,
সাহারা, না গোবি, হাকালুকি?
নিরুদ্দিষ্ট চলছি আমি শুধু,
চিত্ত মাঝে নিত্য চলে তীব্র হাহাকার!
অনুভবে বুঝি এতটুকই।
১৯/০৫/২০২৩
শাহবাগ ঢাকা।