আকাশের কোল বেয়ে নেমে আসা পরীর মতোন
নিখুঁত সুন্দরী মেয়ে; স্নিগ্ধতর বসন্ত বাতাসে
নাচো-গাও-হাসো-খেলো পৃথিবীতে। সন্ধ্যার আকাশে
তারার উজ্জ্বল চোখ জ্বলে উঠে; অজস্র লণ্ঠন
যেন আনন্দে স্পন্দিত; উদ্ভাসিত হয় চারিপাশে-
মাঠে-বনে-জলে-ঘাসে। অতীতের সকল বন্ধন
খুলে ফেলে চলে আসি, আকাঙ্খার আশ্চর্য স্বনন
করে হাহাকার পরাস্ত এ জীবনের দীর্ঘশ্বাসে।
অন্ধের বিশ্বাস লয়ে বাড়িয়েছি দুর্বল দু'হাত;
বহুদূরে নিয়ে যাবে, অন্তহীন সুখের ভ্রমণে।
দীর্ঘ নদী-উপনদী অবহেলে এসেছি শ্রমণে
বনের নির্জনতায়; হে প্রিয়তি, নহে অকস্মাৎ।
মাঝেমধ্যে রক্তে অগ্নি জ্বলে উঠে পাথর ঠোক্করে,
স্বপ্নাক্রান্ত অশরীরী অগ্নিজ্বালা ক্রমে যায় মরে।
১৪/০৯/২০২৩
ঢাকা।