আমায় জড়িয়ে রাখো, জড়িয়ে রাখো হে,
অমল কোমল শুভ্র মমতার পাশে।
যেখানে অনিকেতের মহা-সুখ আছে॥

আমি ঘুরেছি কতো না দেশে মহাদেশে,
বুকেতে নেয়নি কেউ এতো ভালোবেসে,
কাছেতে আসেনি কেউ এতো মিষ্টি হেসে;
স্বার্থের শেষে সবাই দূরে চলে গেছে॥

বটবৃক্ষ হতে গিয়ে আগাছা হলাম,
মানুষের কাছে শুধু দুঃখই পেলাম।

অজানা দেশের মেয়ে! মানসীর রূপে,
চপল চরণে এলে অতি চুপে চুপে,
আগুন জ্বালালে তুমি জঞ্জালের স্তুপে;
অনল-দহনে সোনা খাঁটি হয়ে গেছে॥

১২/১০/২০২৩
ঢাকা।