খেলা হবে আজ সমস্ত শক্তিতে
অসৎ কর্মী, দুর্নীতিবাজ
অসাধু, লুটেরা, সন্ত্রাসীর বিরুদ্ধে অহিংসায়।
ধান্দাবাজির ঘুষখোর যত
অকল্যাণের পথে অবিরত
বাধা দিয়ে যায় উন্নয়নের সুকঠিন যাত্রায়।
আজ রুখে দিয়ে তাদেরকে
প্রতিহত করে এগিয়ে যাবোই দৃপ্ত পদক্ষেপে
এ সোনার বাংলায়।
চোরাকারবারে আছে যতো আছে নষ্ট মজুদধার,
দেশের মাটিতে জাহাবাজ যারা, আজ তাদেরকে
সংহার করে স্বপ্নীল মোক্ষ পথের লক্ষ্যের দিকে
আমরা সবাই যাবো নির্ভিকে
খেলা হবে আজ সমস্ত শক্তিতে
সারা বাংলায়, শুভ কর্মের সুন্দর এষণায়।
ওরে, ঘর ছেড়ে আয় সাধু চেতনায়,
মায়ের মতোন দেশ ভালোবেসে
আনন্দ-গানে আয় হেসে হেসে
আঁধার সরিয়ে আলোর লক্ষ্যে যাই।
ঝড়-ঝঞ্ঝার উত্তাল জলে
কাঙ্খিত দিকে 'গাজী গাজী' বলে
সম্মুখ পানে এসো সবে আজ জাতির তরণী বাই;
আমাদের জয় হবে নিশ্চয়, আয়, সবে ছুটে আয়!
খেলা হবে আজ সমস্ত শক্তিতে
আমার প্রাণের জন্মভূমিতে, শ্যামলিমা বাংলায়।
ওরে, তুই জেগে উঠ আজ নবীনের গানে
আয়, ছুটে আয় স্বপ্নের পথে আলোকের সন্ধানে;
পিছু টানে যারা এই ধরণীতে তারাই যে দুর্বৃত্ত!
ওরা, দুষ্ট-ক্ষতের মদতপুষ্ট চায় না মুক্তচিত্ত।
তাদেরকে আজ সংহার করি',
সত্য-ন্যায়ের ঝাণ্ডাটি ধরি;
এসো, ছুটে চলি আজ একাত্তরের বিজয়ের গানে গানে;
ঘন কুয়াশার জাল ছিঁড়ে যাবো আলোকের সন্ধানে।
তাই, আজ করিলাম,
যুদ্ধ ঘোষণা দেশমাতৃর মঙ্গল কামনায়-
খেলা হবে আজ সমস্ত শক্তিতে
অসুর নিধনে শেখ মুজিবের বলিষ্ঠ চেতনায়।
১৭/০৬/২০২৩
মিরপুর ঢাকা।