হায়! আজকাল কখনো সখনো দিকভ্রম হয়ে যায়,
ভুল করে মেট্রোরেলে, নেমে আসি ভুল সিঁড়িটায়।
দ্রুত চলমান বাস থেকে নামার সময়, ভুলোমনে
বড্ডো তাড়াহুড়া করে, নেমে পরি আগের স্টেশনে।
কিন্তু আমাদের কণ্ডাক্টর মহোদয় বড়ই চতুর!
মানুষকে কষ্ট দিয়ে টাকা নিতে বড্ডো লোভাতুর।
তাই, গন্তব্যস্থলের আগে প্যাসেঞ্জার নামাতে তৎপর,
মানুষের কষ্টটুকু, বুঝতে চায় না, ধুরন্দর!
জানি শরীরকে সুস্থ রাখা, হাঁটার বিকল্প নেই আর,
কখনো বিকেল বেলা যাই হাঁটতে ঘরের বা'র;
তবে হাতে ছড়ি নিয়ে যাই, মাঝে মাঝে ভুলে যাই পথ,
ছড়ির মানুষ দেখে বাড়ে রিক্সাওয়ালার হিম্মৎ।
তারা দ্বিগুণের বেশি দাবী করে; কী অদ্ভুত দেশ, হায়!
সুযোগ পেলেই অপরের ঘাড় ভেঙে দিতে চায়।
শুধু অন্যকে ঠকাতে চায় নিজেকে চালাক ভাবে অতি,
চারিদিকে দেখি আজ আমাদের দেশের দুর্গতি
সব বিপদগ্রস্থকে সেবা, উপকার করা নীতি ধর্ম,
নীতি ও নৈতিকতায় বিশ্বাসে করে না কেউ কর্ম।
তবে মুষ্টিমেয় কিছু লোক নীতিধর্মকথা মেনে চলে,
বেশির ভাগ মানুষ এই ধর্মকথা শুধু বলে।
তাই এ দেশের মানুষের, সমাজের এ অধঃপতন!
প্রভু! অচেতন চিতে দাও, সহমর্মিতার মন।
০৭/০৯/২০২৩
ঢাকা।