ঊষর মরুর বুকে, তপ্ত বালুকায়
ফুটেছে গোলাপ ফুল, তোমার ছোঁয়ায়।
অসীম সুগন্ধ ঝরে শ্রাবণের ধারা
হয়ে এই মর্ত্যভূমে; আমি আত্মহারা!
পিপাসিত মন কাঁদে প্রতি নিশিরাতে,
নির্ঘুমের ক্লান্তি এসে মিলে তার সাথে।
আমার হৃদয়ে জাগে অতৃপ্ত আস্বাদ;
কতো না বেদনা জাগে! দেয় অপবাদ।

অন্ধকার রজনীতে কবিতার মতো
কতো কথা ভেসে ওঠে; নিতি অবিরত।
বোঝে না কেউ সে কথা, করি বকবক;
ধরণীতে নেই কি রে নিমগ্ন পাঠক?
চারিদিকে অন্ধকার ধীরে ধীরে নামে,
ব্যথাতুর কথা রাখি কবিতার খামে।

১৫/০৭/২০২৩
মিরপুর ঢাকা।