মনোরম প্রত্যুষের ক্ষণ
আলোর প্রভায় উদ্ভাসিত
জীর্ণশীর্ণ প্রবীণ পৃথিবী।
ক্ষুধাতুর পাখির চিৎকার!
(কেউ বলে, পাখিদের গান)।
ঘুমন্ত নগরী ব্যস্ত হয়
আকাশে মেঘের আনাগোনা
সেলাই দিদিমণিরা ছোটে
ম্লান মুখে নির্দিষ্ট গন্তব্যে
জীবনের অসীম তাগিদে।
দূরে একটি জারুলগাছ
বিরহের নীল নীল ফুলে
নিজেকে সাজায় শোভাময়।
অপূর্ণ ঘুমের চোখ নিয়ে
তাকাই সেদিকে; কেউ নেই।
স্বপ্নের মতো হত-নিহত।
এইভাবে চলে যায় কাল
অনন্তের পথে, অজানায়।
সিগ্ধ ভোর সন্ধ্যা হয়ে যাবে
অতঃপর, স্তব্ধ হবে সব।
১৬/০৬/২০২৩
মিরপুর, ঢাকা।