(একটি এক্রোস্টিক কবিতা)

জাতীয় জীবনে উজ্জ্বলতর তোমার আবির্ভাব
তির্যকভাবে আঘাত হেনেছো অত্যাচারীর বুকে।
রঙ্গন যেন আলো ঝলোমলো ফুটেছো অন্ধকারে
জনগণ দেখে মুক্তির পথ বাঁচতে যে মহাসুখে।
নবীন সাহসে উচ্ছ্বল প্রাণে রাজপথে নামে তাঁরা
কর্মযজ্ঞ চালায় সকলে তোমার দেখানো পথে।
শেফালি কানন রঞ্জিত করে বুকের রক্ত দিয়ে
খবিশেরা সব বিজিত হয়েও বেঁচে রয় কোনমতে।
মুক্তির পথে এগিয়ে চললো পুরোটা বাংলাদেশ
বিজয় নেশায় প্রাণপণ লড়ে তোমার মুক্তিসেনা।
বুলন্দ স্বরে তুলেছে আওয়াজ স্বাধীনতা লভিবারে
রইলো না কেউ গৃহকোণে বসে, রক্তে শোধিলো দেনা।
রঙিলা বাদাম উড়ালো আকাশে ইচ্ছের মাস্তুলে,
হরষিত প্রাণে আশার প্রদীপ জ্বলছে যখন ধীরে;
মার্জিতরূপে কালকূট এসে দংশন করে, হায়!
নমিত হইলো জাতীয় পতাকা তোমার শরীর ঘিরে।

১২/০৭/২০২৩
মিরপুর ঢাকা।