এখন প্রেমের মাঝে সূক্ষ্ম রাজনীতি
ঢুকে গেছে, আর স্বার্থবাদের চাতুর্য।
হারিয়ে গিয়েছে শুদ্ধ শুভ্র সম্ভ্রমের
কারুকাজ, আর শুভচিন্তার মাধুর্য।
অতিকথনের যতো রাজনীতি চলে,
বিরোধী মতের কথা কুটিল কৌশলে
কেটে ফেলে। আর জটিল গণতন্ত্রের
নিত্য নামে খেলা হয়- "খেলা হবে" বলে,
আদিম উন্মত্ত স্বৈরাচার-প্রেতাত্মার।
অনেক রক্তাক্ত পথে সমাজ সংসার
সিক্ত করে এই রাজনীতি যেন আজ
ফটকা কারবারির সুচতুর ছল,
লোভাতুরা ব্যবসায়িক চাতুর্য মাত্র;
কনফুসিয়াসের নিপুণ কথা বলে
যায়; যেন কৌটিল্যের একনিষ্ঠ ছাত্র!
দেশপ্রেম আজ মৃত মাছিদের মতো
অভিধানের পাতায় নিশ্চিন্তে ঘুমায়,
প্রেমের বাচালতায় বক্তৃতা বিলায়
রাজনীতিকেরা অহরহ, অবিরত।
দেশপ্রেম, দেশদ্রোহী কখনো বোঝে না
তারা; লোভে মত্ত এই দুনিয়ায়, হায়!
এখন প্রেমের মাঝে স্বার্থের চাতুর্য,
সরল মাধুর্য গেছে হারিয়ে এখন।
তাই, বুঝি আজ রাজনীতি করে যারা,
তারা আঙুল ফুলিয়া কলা গাছ হন;
ক্ষমতার চক্ররথে চলে দম্ভ ভরে,
এই ধারা চলে মৃত্তিকার বিশ্বময়।
রাজনীতি যেন আজ জনতার নয়,
প্রাচীন ইতিহাসের রং-তুলির ছবি,
মৃত রাজ-রাজড়ার জয়-পরাজয়।
১৫/০৬/২০২৩
মিরপুর ঢাকা।