ক্ষমতা-দাপটে হয় নেতা উন্মাতাল,
তাই বুঝি সে চিংড়ির মতো দেয় ফাল।
সুরুচির অবক্ষয় কথা ও চরিত্রে,
জানতে চায় না পার্থক্য শত্রু ও মিত্রে।
দিনরাত ভাবে শুধু আমি কী 'হনুরে'!
কথার দাপটে সব ফেলি আস্তাকুড়ে।
নেতা হয়ে পেয়ে গেছি অনন্ত ক্ষমতা,
ভাবে নিজে শক্তিধর, তাই চপলতা।
মনে রেখো, ওহে নেতা কতো শক্তিধর
সমস্ত ফেলে এখন লভেছে কবর।
কীট-পোকার খাবার তাহার শরীর,
ভূধরে যে জন ছিলো মস্ত বড় বীর।
তুমিও তো যাবে সেথা ভাবো একবার,
মিছে কেন করো আজ এতো অহংকার!
০৭/০৫/২০২৩
মিরপুর ঢাকা।