.      চেয়ে চেয়ে দেখি জগত-মাঝে,
       অসুর-শক্তি কতো বিরাজে!
       সকল নাশিতে পরাণের তলে শক্তি খুঁজেছি আমি।
       বিশ্ব-পিতার সকাশে চেয়েছি করুণা দিবস-যামী।
                  ভাঙ্গেনি তার ঘুম
                  হয়েছে সে নিঃঝুম
তাই  নিজের শক্তি, নিজের অস্ত্র নিজেই দিচ্ছি শান!
       অত্যাচারীর সকল শক্তি করে দিতে খানখান।

ওরে   বাসনা আমার মনে,
        আর কতোকাল ঘুমন্ত রবো কঠিন সঙ্গোপনে!
        সকল বাঁধন ছিন্ন করিয়া,
        ওঠেছি জাগিয়া বিশ্বব্যপিয়া সকল ছাপিয়া;
        ছুড়ে ফেলে দিয়ে ভুল ও ভ্রান্তি সম্মুখে গেলে আমি;
        হবোই সফলকামী।

সেই কথা আজ মনে,
অন্তরে জাগে কঠিন উচ্চারণে;
সত্য-ন্যায়ের কথাগুলো সব একলা বলো রে-
'আপন বুকের পাঁজর জ্বালায়ে একলা চলো রে'...

আমি  হবো স্বজাতির ত্রাতা, বন্ধনহারা,
        অসুরশক্তি নাশ করে দিতে ভাঙতে সকল কারা।
        যেখানে বন্দী মুক্তিকামী;
        একাকার তার দিবস-যামী,
        আলো-আঁধারের পৃথকতা নেই কোনো।
        তোমরা সকলে জেনো-
        চুরমার করে সব;
        জগতে ছড়াবো অমিয় ধারার আলোকের উৎসব।

০৫/১০/২০২৩
ঢাকা।