একটি চুম্বন হলো মানবিক মননের মাঝে
শাণিত অস্ত্রের মতো, জেগে ওঠে বিশ্বজয়ী হয়ে;
অনাবিল অপার্থিব ভালোবাসা। হৃদয়ে বিরাজে
যার অমিত সাহস, সে-ই পারে উদার হৃদয়ে
ললাটে চুম্বন এঁকে উচ্চারিতে- 'ভালোবাসি প্রিয়,
প্রাণের গহীন থেকে। কৃষকের পোয়াতি ধানের
অফুরন্ত ভালোবাসা, এ জগতে স্বর্গের অমিয়
তুমি, আজন্মকালের জীবনের মান-সম্মানের।

কোথায় হারিয়ে গেছে মানুষের স্বাভাবিক প্রেম?
অতীত গহ্বর থেকে বারবার ফিরে আসুক তা'।
লাইলি-মজনু, শিরী-ফরহাদ, রাধা-কৃষ্ণ শ্যাম
আর চণ্ডী-রজকিনী; যেই প্রেমে ছিল অমলতা।
কুটিল হৃদয় আজ প্রেম খোঁজে বরাহ স্বরূপ!
হৃদয় দেখে না কেহ, দেখে শুধু শরীরের রূপ।

১২/০৭/২০২৩
মিরপুর ঢাকা।