স্যার যদি ভাবসাবে হয় মোটা ষাড়,
কাজে-কামে দুনিয়াকে করে ছারখার।
অসাড়ের মাঝে ভাবে তারা সবে সাড়;
হম্বিতম্বি করে স্যার হয় ষাড়!
তোষামোদ করে যারা 'স্যার স্যার' বলে,
সারহীন ষাড়গুলো সেই পথে চলে।
ঘুষখোর স্যার যারা, তারা যেন ষাড়;
ঘোৎঘোৎ করে তারা হতে যে প্রচার।
তুমি যদি হতে চাও ভুবনেতে স্যার,
বিকশিত করো তবে সৎ চিন্তার।
ভালোবাসা-শ্রদ্ধায় মানুষেরা তবে,
হৃদয় উৎস হতে সবে স্যার ক'বে।
চিৎকার করে কভু হয় নাতো স্যার,
অসার স্যারেরা হয় বুলডগি ষাড়।
৩০/০৩/২০২৩
মিরপুর ঢাকা।