এ তাজমহল এতো সুন্দর! বানিয়েছে কেবা ভাই?
মোগল বাদশা শাজাহান, তা কি তোমাদের জানা নাই!
প্রেমের স্মৃতির মহান সৌধ ভালোবাসা-গৌরবে,
অমিয় প্রেমের ঝর্ণাধারায় সৃষ্টি হয়েছে ভবে।
কুতুব মিনার করেছে সৃষ্টি কুতুবুদ্দিন আইবাক,
ইটের তৈরি এ স্তম্ভ দেখে বিশ্ববাসীরা হতবাক!
ভাগীরথী তীরে হাজার দুয়ারি রাজপ্রাসাদের স্রষ্টা,
বাংলা-বিহার-ওড়িষ্যার নবাবের সৃষ্টি ছিলো তা।
'জয় হিন্দ' তেজোদৃপ্ত বাণী প্রথম বলেছে যিনি,
আজাদ হিন্দ ফৌজের সেনা সে, আবিদ সাফরানি।
'সারে জাঁহাছে আচ্ছা হিন্দুস্তান হামারা' বলেছে যে,
কবি, দার্শনিক, রাজনীতিবিদ ইকবাল ছিলো সে।
ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা টিপু সুলতান,
আজিকে সকল ভারতীয়গণ জানাচ্ছে সম্মান।
মহাকাশ জয়, পরমাণু বোমা এনেছে ভারত-ধামে।
মুসলিম তিনি সেরা বিজ্ঞানী আবুল কালাম নামে।
ভারত-গর্ব লাল কেল্লার স্রষ্টা শাহজাহান,
এ সব সৃষ্টি করেছে সবই ভারত-মুসলমান।
ভারতের বুকে মুসলমানের অবদান কম নয়,
জ্ঞানে গরিমায় কাজে সাধনায় করেছে বিশ্ব জয়।
ইতিহাস সদা সত্যের পথে আলোকোজ্জলে জ্বলে,
পৃথিবীর বুকে কালে কালে এসে মণীষীরা গেছে বলে।
১৩/০৪/২০২৩
মিরপুর, ঢাকা।