তোমাকেই রোজ দেখি, হে জীবন! মানুষ জীবন
এলোমেলো ছায়া ফেলে দূরলোকে, চিলের মতন।
ধান-ক্ষেতে, নদী-তীরে, শান্তশিষ্ট জলের উপরে;
কারুকাজময় ছায়া- আবলুশ নিত্য খেলা করে।
ধ্যনমগ্ন কানিবক তীর্থের কাকের ন্যায়, ঠায়
বসে থাকে চক্ষু খুলে; জ্যান্ত মাছেদের অপেক্ষায়।
ডানা মেলে উড়ে আসে শানিত নখরে বাজ পাখি;
চাই না অকাল মৃত্যু; তাই, দুই চোখ ঢেকে রাখি।
মহাকালের গভীরে নেমে যাই; স্ফটিক আলোক
নেমে আসে ধীরে ধীরে। জীবনের সমুদয় শোক,
বেদনার বিহ্বলতা, আর না পাওয়ার শত ব্যথা
ভুলিয়ে ভালিয়ে দেয়; তার মাঝে চাই- অমরতা!
একদিকে মৃত্যু, অন্যদিকে জীবনের জয়গান;
সবকিছু একাকার করে ডুবে যাবে বিবস্বান।
০১/১০/২০২৩
ঢাকা।