ফাগুন স্বপনরাজি চিরস্থায়ী হয় না কখনো;
চৈত্রের দহন দাহে ম্রিয়মান, হয় ছারখার।
মরীচিকাসম সূখ ফিরে আসে কখনো সখনো
এই জীবনের প্রতি পদে, প্রতিক্ষণে; বারংবার।
মোহের কুজ্ঝটিকায় ঘিরে রাখে কালের প্রবাহ,
আনন্দের সূ্র্যালোক মর্ত্যলোকে ছড়ায় না হাসি।
এই জগত সংসার মনে হয় যতুগৃহ দাহ;
ভালোবাসাহীন বসবাস করে, হয়ে পরবাসী।

অলকানন্দার সুখ চেয়েছিলো দুঃখাক্রান্ত মন,
বিসর্জন দিয়েছিলো লালসার কামনা বাসনা;
আজ দেখে পরাভূত। যেন প্রভূত রক্তক্ষরণ
হচ্ছে বাহিরে অন্তরে, ভুলে গিয়ে সমুহ এষণা।
সুখের সন্ধান করো নিরর্থক জগতের মাঝে,
সুখ যেন পুঁথিগন্ধ কানাগলি মানুষ সমাজে।

১৩/০৫/২০২৩
মিরপুর ঢাকা।