বৃক্ষ হতে ইচ্ছে করে এই দুনিয়ায়!
আনন্দে উদ্বেল হয়ে আপন খেয়ালে
ফলাবো ফল-ফলাদি; এমন আশায়
বেড়ে উঠি নিত্যদিন, সন্ধ্যায়-সকালে।
ছায়া দেবো, ফুল দেবো, অম্লজানী শ্বাসে
ভালোবাসা দিয়ে যাবো প্রাণপণ করে,
কৌলিণ্যবিহীনভাবে; অগাধ বিশ্বাসে
দিয়ে যাবো প্রাণশক্তি সকলের তরে।
কিন্তু, হায়! অচেতন মানুষ সকলে
আগাছা পছন্দ করে! তাই, নির্বিচারে
সমস্ত পৃথিবী বৃক্ষহীন করে তোলে;
আগাছায় ভরে যায়, প্রতিদিন বাড়ে।
অনুচ্চারিত দুঃখের ভীষণ ব্যথায়,
বৃক্ষ হওয়ার ইচ্ছেরা ক্রমে মরে যায়।
২৪/০৯/২০২৩
ঢাকা