বাঘের খাঁচাতে ঢুকে বাঘের বিরুদ্ধে,
দুঃসাহসী হয়ে যদি কেউ নামে যুদ্ধে।
মরণ ব্যতিত তার নাই যে উপায়,
সত্য ও নির্ভুল কথা জ্ঞানী বলে যায়।
অতিশয় বোকা যারা সেই কাজ করে,
থাকিতে জীয়নকাল অকালেতে মরে।
বোকার হদ্দেরা কভু হারালে বিবেক,
অসম শক্তির সাথে দিতে চায় ঠেক।

সুনীতির কথা শুনো মানুষ সকল,
হও না ধরার বুকে যতোই সবল।
কাল বুঝে ফাল দিও বিশ্বাসের ঘরে,
নইলে যে পরাণখানি যাবে অকাতরে।
যেজন বুঝেছে তাহা বিদুরের মতো,
জীবনে হবে না তাঁর কোনরূপ ক্ষত।

০৯/০৯/২০২৩
ঢাকা।