যেখানে স্বপ্ন প্রজাপতি হয়ে মেলে দেয় তার পাখা;
সেখানে বিরহ, ছন্দহীনতা, নদীজল হয় বাঁকা।
যেখানে শুদ্ধ, অপাপবিদ্ধ ভালোবাসা নেমে আসে;
সেখানে ক্ষুব্ধ, ক্রুদ্ধ মননে বিষমাখা ছুরি হাসে।
যেখানে বিলোল প্রেমের ধারায় নেমে আসে কোলাহল;
সেখানে ছলনা-চাতুরী ছড়ায় সর্পের হলাহল।
যেখানে সূর্য আলো ঝলমল প্রভাতের নীলিমায়;
সেখানে মেঘেরা ক্রমে জড়ো হয়ে আকাশকে ঢেকে যায়।
যেখানে গাছের সবুজ ছায়ায় প্রশান্তি নেমে আসে;
সেখানে ধুলোর ঝড় বয়ে যায়, বসাতো যায় না ঘাসে।
যেখানে সুখের স্পন্দন জেগে আনন্দধারা ঝরে;
সেখানে দুখের নদী বয়ে যায় প্রমত্ত রূপ ধরে।
তাই বুঝি আজ দেখি না সত্য-সুন্দর কারুকার্য!
বাস্তবে যত দেখি মনে হয়, সব নিয়তির ধার্য।
১১/০৭/২০২৩
মিরপুর ঢাকা।