আল্লার বাণী কোরানের কথা বলেছে মোহাম্মদ,
সব মানুষের জীবনাদর্শ, সত্য, মুক্তি-পথ।
যে জন পড়েছে কোরানের বাণী শ্রদ্ধা-ভক্তি মনে,
সে জন হয়েছে সফল, বিজয়ী সকল রনাঙ্গনে।
অন্ধকারের আরবের পথে সৃষ্টি হইলো যার,
আলোক-ধারায় করেছে সকল মানুষেরে উদ্ধার।
সত্য-ন্যায়ের সু-সিন্ধান্ত জানতে কোরান পড়ো,
কোরানের আলো অন্তরে ধরে আপনাকে তুমি গড়ো।
মানুষের তরে কোরান এসেছে পৃথিবীর জনপদে,
কোন গোত্রের নহে তা', জেনেছি আল্লার সংবাদে।
কোরআন নহে ধর্মবণিকের ব্যবসার মূলধন,
আসেনি কোরান মিটাইতে কোন গোষ্ঠির প্রয়োজন।
কোরান সত্যি, নির্ভূল অতি জগতের সেরা বই,
যারা গায়েবের বিশ্বাসী, তারা বলবে, 'নিশ্চয়ই'।
মানুষের তরে কোরান পাঠালো রাব্বুল আলামিন,
এসো, মানুষেরা! কোরানের বাণী পাঠ করি প্রতিদিন।
১২/০৬/২০২৩
মিরপুর, ঢাকা।