এক টুকরো রোদ্দুর পাবো, ঘর ছেড়ে বের হই;
করি হইচই; মাঠ জুড়ে উড়ি ফড়িংয়ের মতো।
ফালি ফালি কালো মেঘে ছেয়েছে আকাশ; আলো কই?
সারি সারি ঘন নীল-অন্ধকার ঝরে অবিরত।
যতবার চোখ মেলে সুদূরের আকাশ দেখেছি,
চেয়েছি হারিয়ে যেতে নীল নীল আলোর উৎসবে।
কুচকুচে মেঘ এসে ঢেকে দেয় সব; যা চেয়েছি,
কামনা করেছি নিতি; নিরিবিলি গহীন নীরবে।
অনন্তের পথে হাঁটি একা একা, সুখের প্রত্যাশা
ভুবনে করি না আর। রোদ্দুরের আলো আর মেঘ
একাকার হয়ে যায়; যেখানে থাকে না ভালোবাসা,
দুঃখ-সুখ ভাগ করা, সহমর্মী প্রেমের আবেগ।
দৃষ্টিহীন বোঝে নাতো আলো-অন্ধকারের তফাৎ,
ঘনান্ধকারে আছি; তবুও দেবো না অভিসম্পাৎ।
০৩/০৯/২০২৩
ঢাকা।