এই শহরে বসত করে যারা
কমছে তাদের শুদ্ধ-সরল প্রেম
মুখোশ পরে ঘুরে-ফিরে তারা
জীবন ঘসে এইতো জানিলেম।

সাধুসন্তের লেবাস পরে চলে
অন্তরে রয় গোখরো সাপের বিষ
ধর্ম কথায় আপ্তবাক্য বলে
পরের ক্ষতি করছে অহর্নিশ।

ছল-চাতুরির অনেক ধান্ধাবাজ
সুযোগ পেলেই স্বার্থহাসিল করে
পেটের দায়ে যারা বান্ধা আজ
কাজ করে যায় তাদের হুকুম ধরে।

এ সব ধারা চলবে কতোদিন?
আর কতোদিন কাটবে এমন করে?
মুখোশধারীর বাড়ছে অনেক ঋণ
এবার হিসাব নেবো টুঁটি ধরে।

আয় বেড়িয়ে সকল আঁধার ছিঁড়ে
ডিঙিয়ে আয় ভয়ের পাহাড়খানি
পৌঁছতে হবে সত্য নদীর তীরে
মুছতে হবে সকল দুঃখ-গ্লানি।

এই শহরে বসত করবে যারা
তাদের মনে থাকবে ভালোবাসা
পরস্পরের শান্তি চাইবে তারা
বুকের ভেতর জ্বলছে ক্ষুদ্র আশা।

১০/০৬/২০২৩
মিরপুর, ঢাকা।