দেখেছি তোমারে অনেক দূরের থেকে,
সেই থেকে ভালোবাসি তোমাকে তোমাকে।
বারান্দার রেলিং ধরে
উদাসী চোখে চেয়েছিলে,
বনের পাখি যেন খাঁচার অন্ধকারে বন্দী হয়ে;
তেমন দেখাচ্ছিল তোমাকে।
নিজেকে ভেবেছিলাম আমি
আকাশের নীল, ঝিলিমিলি তারা;
সেখানে তোমার ওড়ার গহীন অনুভূতি
আনন্দ দিবে আমাকে।
সেদিনের সেই বিকেলে হারিয়ে গেলে
অজানার কোন আঁধারে;
আজও খুঁজে যাই বিকেলে সন্ধ্যায়
সে-ই অপরূপা তোমাকে।
আজ সূর্য বসেছে পাটে
একাকার চাপরাশি সম্রাটে
জীবন কাটছে এখন
দুঃখের বাঁকে বাঁকে।

১১/০৫/২০২৩
মিরপুর ঢাকা।