সব ছেড়ে চলে যাবো অন্যলোকে, দীর্ঘ বহুদূরে;
শোকে কেঁদো না গো, শোকাতুর করুণ বিলাপ সুরে।
দুঃখ-কষ্ট নিত্যসঙ্গী এ অন্তরজুড়ে তোলে ঢেউ,
মমতার চোখ মেলে নিরিবিলি দেখলো না কেউ;
হায়! বুঝলো না কেউ কী আগুন কোমল মর্মরে!
একদিন চলে যাব অন্যলোকে, দীর্ঘ বহুদূরে;
আগ্নেয় শিলার বুকে পুষ্পকলি ফুটানোর কলা,
মৃত্তিকার ধরণীতে রপ্ত করা কষ্টকর। সে ফর্মূলা
চির মনোরমভাবে পৃথিবীতে অর্জন করেছি;
স্বকীয় সত্তার সবকিছু বিসর্জন দিয়ে গেছি।
নির্দ্বিধায় বলে গেলে, ওই সব ছলনার ছলা-
আগ্নেয় শিলায় বুকে পুষ্প ফুটানোর মিথ্যে কলা!
দুরন্ত নদীর ধারা ছুটে চলে আরণ্যিক পথে,
পৃথিবীকে নাড়া দিয়ে অন্ধকার কঠিন আবর্তে।
প্রশান্তির সুখ চায় সরোবরে, সাগরের বুকে;
নিজেকে বিলীন করে, দুই হাত পাতে উর্দ্ধমূখে।
প্রার্থনা জানায়- রেখো নাকো এ জীবন ঝঞ্ঝাবর্তে,
দুরন্ত নদীর ধারা ছুটে যাক আরণ্যিক পথে।
১০/০৮/২০২৩
মিরপুর, ঢাকা।