কৃষ্ণচূড়ার লাল জমেছে তোমার গালে-ঠোঁটে,
তুলে ধরি সযতনে কোমল করপুটে।
হৃদয় মাঝে তীব্র হাহাকার,
অগ্নিগিরির জ্বালা জ্বলে নিত্য অবিকার।
চোখের ভেতর জ্বলছে আগুন দাউ দাউ দাউ করে,
দেহ-মনে ঘোর বরিষণ শ্রাবণ ধারা ঝরে।
মহাকালের সঠিক হিসাব নিতে,
ঝঞ্ঝাবর্তে ঘুরছে জগৎ বিবর্ণ এক চিতে।
সাহস আছে, ইচ্ছে আছে,
সুচিবোধের রুচি আছে
আরো আছে বুদ্ধি অনেকটাই;
সকল কিছু বিফল হবে শক্তি যখন নাই।
শক্তি মূল্যবান,
কিন্তু, কালের করাল হাতে হয় তা অবসান।
লাস্যময়ী হাস্য দিয়ে যখন বাড়ায় হাত,
অঙ্গে তখন জ্বালা জ্বলে, রঙ্গে কুপোকাৎ!

০৯/০৬/২০২৩
মিরপুর, ঢাকা।