আধুনিকতার নামে কবিতারা আজ ছন্দহীন;
পরাবাস্তবতা নামে উদ্ভটতা, আভরণহীন;
কল্পচিত্র নামে দেখি স্থূল গদ্য-কথায় রঙিন;
কবিদের কবিতায় এই নিয়ে আজ পথ চলা;
কোনটি কবিতা কিংবা গদ্য? যায় নাকো আর বলা।

প্রফুল্লতায় দোলে না কবিতারা পাঠকের মনে;
সহমর্মীয়তায় চলে না মানুষের প্রয়োজনে;
কবিতারা বলে না, যা' কিছু আছে জীবনের কোণে
মিলেমিশে একাকার; বেদনা-আনন্দধারা যত
মানুষের জীবনকে দোলা দিয়ে যায় অবিরত।

কবির কবিতা আজ সহজাত মনের উচ্ছ্বাস;
কবির কবিতা যেন নিজের মনের দীর্ঘশ্বাস;
কবি আজ কাচুমাচু করা রাজ-ক্ষমতার দাস;
রঙ্গরসে নিয়মিত তোষামোদী খেলা খেলে যায়;
রাজভাণ্ডারের ছড়ানো-ছিটানো গুড়ের আশায়।

১১/০৯/২০২৩
ঢাকা।