'মানুষকে ভালোবাসো', শিখেছি তোমাকে দেখে। তাই,
অমিত বিপ্লবী সুর প্রাণে তুলে যাই,
তেজস্বী সূর্যালোকের মতো।
আজও জ্বলে ওঠে তা' মর্মিত ইতিহাসের অগ্নিশিখা থে্কে।
জলের মতোন স্বচ্ছ, প্রত্যাশার এক মোহিনী ঔদার্য্য নিয়ে,
যুদ্ধের মাঠে মৃত্যুকে রুদ্ধ করে দেয়,
সেই অমর প্রাণের অমিত ভালোবাসার স্পর্শ।
জ্বলে উঠে দাউ দাউ ইতিহাসের বর্ণিল পাতায় পাতায়;
তোমার গম্ভীর কণ্ঠ- স্বর্গীয় সুরের অলৌকিক বজ্রকণ্ঠ!
আর, ইস্পাত কঠিন সুদৃঢ় তর্জনী,
মুক্তি-পথের নির্দেশ করে নিপীড়িত জনস্রোতে।
জ্বলে ওঠে দাবানল প্রমিথিউসের দীপ্ত অগ্নিশিখা হতে;
স্বমহিমায়, চোখের ইশারায়, মানুষের মনে।
সুখের স্বপ্ন দেখায়- মুক্তির, জাগরণের, বাঁচার, আশার;
বসন্তের কোমল সূর্যরশ্মির স্পর্শ-প্রত্যাশার।

পৃথিবীতে, বিশ্বজগতে যা কিছু বিদ্যমান আছে,
আগুনে পোড়ালে সব ছাই হয়ে যায়।
সেই সব ছাই থেকে উঠে আসে তীব্র হাহাকার;
তখন মনের মাঝে জেগে ওঠে দ্রোহের জোয়ার।
যা কিছুতেই থামে না, সে-তো থামবে না চায় না আর।

তোমাকে পোড়ানো ছাই থেকে উঠে আসে হাহাকার!
অনিবার, বারবার, বারংবার। আর,
আমরা এগিয়ে যাই এবং যাবোই সেই পথের রেখায়;
সুন্দর দিনের স্বপ্ন, বিশ্বাস বোনার প্রয়োজনে।
নতুন দিনের সুখ-নিশানার লক্ষ্যে,
লক্ষ্যবস্তুকে স্পর্শ করার জোর অভিপ্রায় নিয়ে,
বিপদসঙ্কুল বন্ধুর পথে এগিয়ে যাবার অদমনীয় ইচ্ছা,
দুর্দমনীয় শক্তি জোগায় মানুষের প্রাণে প্রাণে।
আমাদের অমলিন মনে, সহস্র কণ্ঠে ধ্বনিত করে সেই নাম-
স্বপ্নবোনার অমর চাযী! অমিত সাহসী,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


০৩/০৯/২০২৩
ঢাকা।