বুকের মধ্যে আমূল বিদ্ধ করছো তোমার প্রেম-ছুরি,
তাই বুঝি আজ উথাল-পাথাল বদ্ধ পাগল-বেশ ধরি'
ঘুরছি এখন জগত শুদ্ধ অতুল প্রেমের পরশে,
তৃপ্ত সুখের দীপ্তি ছড়ায় নিত্য এ মন হরষে।
স্বর্গ দ্যুতির দীপ জ্বেলে যাও হাস্যমূখর নয়নে,
সকল কাব্যকথার শব্দ মুগ্ধ তোমায় চয়নে।
চঞ্চল মন দীপ্র যখন উচ্ছ্বল হয় রাত্রিদিন,
নৌকা চালাই দৃপ্ত আশায় অনন্তকাল যাত্রীহীন।
নির্বাচিতের আস্কারাতেই ঝাঁপ দিয়ে যাই আঁধারে,
সুখের দুখের ধার ধারি নই অনিত্য বন-বাঁদারে।
রক্তক্ষরণ হচ্ছে এখন ছুরির ফলার তোড় খেয়ে,
বিচার-বুদ্ধি সকল হারাই তোমার মনের জোর পেয়ে।
শুদ্ধ মনের বন্ধুর ন্যায় শক্তি সাহস রাখতে চাই,
অতল প্রেমের সরস ধারায় আজীবনকাল ডুবছি তাই।

০৭/১০/২০২৩
ঢাকা।