দেখতে তোমায় সাধ জেগেছে তাই দিয়েছি ডাক।
সকল ফেলে এসো কাছে,
যেমন আছো তেমন সাজে;
রঙ্গরসে, দ্রুতলয়ে রেখো না রাখঢাক।
অপেক্ষাতে দাঁড়িয়ে আছি মেঘনা নদীর কূলে,
এসো তুমি, হে প্রিয়তি! রাঙাচরণ তুলে।
আকাশ ভেঙে বৃষ্টি নামুক যাক ভেসে মাঠ-ঘাট।
বৃষ্টিজলে ভিজলে শাড়ি
করো না আর আহাজারি!
তুমিই আমার এই জীবনের নিত্য চারুপাঠ।
চক্ষু মুদে সময় গুণি দেখবো তোমায় বলে,
লজ্জা ও ভয় অবহেলে এসো তুমি চলে।
না হয় বলুক মন্দকথা নিন্দুকেরা সব।
তোমার হাতের ছোঁয়া পেলে,
সব অপবাদ অবেহেলে;
সজীব মনে পৃথিবীতে করবো যে উৎসব।
সকল বাধা-বিঘ্ন ছিঁড়ে এসো, হে প্রিয়তি!
অন্ধজনের বদ্ধঘরে তুমিই আলোর জ্যোতি।
০৪/০৯/২০২৩
ঢাকা।