রাতভর চাঁদ দেখি, পূর্ণিমার চাঁদ;
নিশাচর পাখিদের মতো, কী উৎসাহে!
অতিষ্ট পরাণ, ঘর যেন এক ফাঁদ;
তীব্র গরমের জ্বালা, রূঢ় দাবদাহে।
সমস্ত এলাকা জুড়ে বিদ্যুৎ বিভ্রাট-
নিয়ম ছাড়াই এই আসে, এই যায়!  
অসহ্য বেদনা আনে ঘর-দোর-খাট
আটকে থাকা নিঃশ্বাস বের হতে চায়।

প্রশান্তির কামনায় হয়ে যাই কবি!
ঘর থেকে বের হই শুভ ইচ্ছে নিয়ে।
কল্পনায় ছবি আঁকি, মনোরম ছবি!
অজস্র জোছনা যেন দিয়েছো ছড়িয়ে।
সুমুদ্রের ঢেউ এসে চরণ ভেজায়,
হৃদয় দোলানে গান দূরে শোনা যায়।

০৭/০৬/২০২৩
মিরপুর ঢাকা।