শহরের কোল ছেড়ে হৃদয়ের ডাকে চলে যাই
শ্যামল-সবুজ গাঁয়। প্রকৃতির স্তব্ধতায় শুনি-
পাখির কাকলিধারা। মোলায়েম আলিঙ্গন পাই
খোলা আকাশের নিচে। অবিরাম বাজে ঝুনঝুনি
নদীজল কলস্বরে; নিস্তব্ধ মাঠের ধানক্ষেতে;
স্বচ্ছ জলের ভেতরে; আদিগন্ত সবুজ রেখায়।
সূর্যের দৃষ্টির নিচে নেচে উঠে অধীর সংকেতে
ঠাণ্ডা মৌসুমী বাতাস, প্রজাপতি; নিজস্ব প্রভায়।
এই প্রকৃতির সাথে মিলেমিশে, একাকার হয়ে,
জলের ভেতরে নামি। মাছের মতোন ছুটে চলি;
ধুয়েমুছে ফেলতে চাই, যতো কালি জমেছে হৃদয়ে
শহুরে কুটিলতায়; ওই সব দেই জলাঞ্জলি।
অরূপ সৌন্দর্যে আজ দুষিত হৃদয় মাতোয়ারা;
প্রকৃতির করুণায় ধুতে চাই, হয়ে আত্মহারা।
১৩/০৯/২০২৩
ঢাকা।