কবিতার পথ ভুলতে পারি না, বারবার ফিরে আসি,
বন্ধুর পথে দুরুহ ঠিকানা বড্ডো যে ভালবাসি।
কবিতা যেন রে অপাপবিদ্ধ শিশুদের হাসি-খুশি,
কবিতা যেন রে দীপ্র যুবক উচ্ছ্বল প্রাণতোষী।
কবিতা যেন রে কিশোর জীবন আকাশের মতো নীল,
কবিতা যেন রে বৃদ্ধের কথা বুদ্ধির ঝিলমিল।
তাই ফিরে আসি আমি বারবার সুদূরপ্রসারী প্রাণে,
বুদ্ধিদীপ্ত যুক্তিপ্রবণ মুক্তির সুর-গানে।
কবিতা! তোমার সৌন্দর্যখানি ছড়াও বিশ্বময়,
যেন আঁধারের বন্ধন ছিঁড়ে আলোকোজ্জ্বল হয়।
যেখানে দূরভিসন্ধিরা কালো নগ্ন মূর্তি ধরে,
সেখানে তোমার রুদ্রমূর্তি অমিত সাহসে ঝরে।
একটি কবিতা অস্ত্রের চেয়ে অনেক শক্তিশালী,
কবিদের প্রাণে এ কবিতা হোক জীবনের নামাবলী।
০৬/০৬/২০২৩
মিরপুর ঢাকা।