কর্মের প্রকৃত রূপ প্রকাশিত হয়
কথা-কাজে, ব্যবহার আর আচরণে;
ধর্মের আলখেল্লায় কখনো তা নয়,
তুমি জানিও নিশ্চয়, রাখিও তা মনে।
ধর্মকে ধারণ করে মানুষের মাঝে
কর্মের বহিঃপ্রকাশ যত বেশি হয়;
তত বাড়ে শুভবোধ সমুদয় কাজে,
চিরায়ত সত্যবাণী শুদ্ধজনে কয়।
ধর্মের ফলিত রূপ- মানুষের প্রতি
প্রেমময় শুদ্ধাচার; হও শুদ্ধাচারী।
স্বার্থ-মোহে অপরের করো নাকো ক্ষতি,
জীবনে রবে না তবে কোনো আহাজারি।
সুখী যদি হতে চাও ভুবনের মাঝে,
শুদ্ধাচারী হয়ে যাও সমুদয় কাজে।
০৬/০৫/২০২৩
মিরপুর ঢাকা।