ইতিহাসের শাশ্বত যতো নিদর্শন
কিছুই থাকে না টিকে; কালের প্রভাবে
সব ধ্বংস হয়ে যায়। কতো আয়োজন
কালোর্ত্তীর্ণ বাসনার! শেষ হয়ে যাবে
জীবন-যৌবন সব। শত আড়ম্বর
লুপ্ত হয়ে যায় হৃদয়বিহীনভাবে।
হয়েছে যেমন এই মহাস্থানগড়,
বিশ্বাসহন্তার ন্যায় কালের প্রভাবে।

অনন্তের অফুরন্ত রৌদ্রের ভেতরে,
মৌর্য-গুপ্ত-পাল-সেন হারিয়ে গিয়েছে
গহীন তিমিরে আজ। কালের সাগরে
নিস্তব্ধ, ম্লানায়মান সূর্য হয়ে গেছে।
প্রাচীরবেষ্টিত এই জীবন-যাপন,
কিছুই রবে না বেঁচে; রাখিও স্মরণ।

০৫/০৯/২০২৩
ঢাকা।