''বাংলা কবিতা আন্তর্জাতিক কবি সম্মিলন, ২০২৩'' সফলভাবে অনুষ্ঠিত হয়েছে গত ২০ ফেব্রুয়ারী, ২০২৩। বাংলা কবিতা ডটকম-এর ইতিহাসের তথ্য সংরক্ষণের জন্য এ পোস্টের মাধ্যমে কিছু কথা লিখে রাখছি, যাতে কালের প্রবাহে এ সব উপাত্ত হারিয়ে না যায়। ভবিষ্যতে  বাংলা কবিতা ডটকম-এর ইতিহাস লিখতে গিয়ে এহেন তথ্যগুলো ঐতিহাসিকের প্রভূত কাজে লাগবে। বৃহৎ পরিসরে তথা জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশে বাংলা কবিতা ডটকম-এর ব্যানারে এ পর্যন্ত ২০১৮, ২০২০ এবং ২০২৩ পর্যন্ত তিনটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

কবি সম্মিলন, ২০১৮
-------------------
১৫ ফেব্রুয়ারি, ২০১৮ বৃহস্পতিবার বাংলা কবিতা ডটকম-এর ব্যানারে প্রথম বারের মতো জাতীয় পর্যায়ে কবিতার আসরের কবিদের অনুষ্ঠান আয়োজন করা হয় কবি সুফিয়া কামাল অডিটোরিয়াম, ঢাকা যাদুঘর, ঢাকায়। অনুষ্ঠানের শিরোনাম ছিলো, ''কবি সম্মিলন, ২০১৮''। উক্ত আয়োজনের মূল উদ্যোক্তা ও পরিকল্পনা এবং এই অনুষ্ঠানের সমুদয় খরচ এককভাবে  বহন করেন এ ওয়েবসাইটের মূল এডমিন আশফাকুর রহমান পল্লব। ''কবি সম্মিলন, ২০১৮'' অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য কোন কবির কাছ থেকে চাঁদা (নিবন্ধন ফি) বা অনুদান গ্রহণ করা হয়নি।  প্রথমবারের মতো বাংলা কবিতা ডটকমের বড় অনুষ্ঠান ছিলো ওটি।  সভাপতি ছিলেন আমাদের প্রিয় এডমিন আশফাকুর রহমান পল্লব-এর বাবা জনাব মোঃ সিদ্দিকুর রহমান। (১৪ সেপ্টেম্বর, ২০২০ আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি এ পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বাংলা কবিতা ডটকম- এর কবিতার আসরের প্রায় ৪৫ জন কবি উল্লেখিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। এ ছাড়াও পরিচিত এবং নিমন্ত্রিত কবিসহ মোট  প্রায় ৭০ জন কবির উপস্থিত হয়েছিলেন।

বাংলা-কবিতার কবি সম্মেলন,২০২০
---------------------------------
১৫ ফেব্রুয়ারি, ২০২০; শনিবার  কবি সুফিয়া কামাল অডিটোরিয়াম, ঢাকা যাদুঘর, ঢাকায় ''বাংলা-কবিতার কবি সম্মেলন,২০২০''  শিরোনামে অনুষ্ঠান করা হয়। বাংলা-কবিতার কবি সম্মেলন,২০২০ অনুষ্ঠানের সভাপতি ছিলেন কবি কবীর হুমায়ূন। এ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব দেয়া হয়েছিলো কবি অনিরুদ্ধ বুলবুলকে। পরবর্তী সময়ে উদ্ভুত পরিস্থিতির কারণে কবি কবীর হুমায়ূন-এর তত্ত্বাবধায়নে এবং কবি ফারহাত আহমেদ-এর নেতৃত্বে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।  এ অনুষ্ঠানে উপস্থিত কবিদের নিবন্ধন ফি বাবদ ৫০০/- টাকা ধার্য করা হয়। বাংলা কবিতার আসরের সম্মানিত কবির উপস্থিতি ছিলো প্রায় ৭০ জন। এ অনুষ্ঠানে বেশ কয়েকজন ভারতীয় কবি উপস্থিত হয়েছিলেন। সুন্দর ও সুচারুভাবে অনুষ্ঠান সম্পন্ন করার নিমিত্ত ব্যয়ভার নির্বাহের জন্য বাংলা কবিতার আসরের বেশ কিছু কবি আর্থিক সহায়তা প্রদান করেছিলেন। যারা ৫০০০/- (পাঁচ হাজার) টাকা বা তার বেশি আর্থিক সহায়তা দিয়েছেন; তারা হলেন-

কবি খলিলুর রহমান
কবি অনিরুদ্ধ বুলবুল
কবি ফারহাত আহমেদ
কবি ড. শাহানারা মশিউর (চারুলতা কবি)
কবি নায়ার সুলতানা লাবনী
কবি বিশ্বজিৎ শাসমল(স্বপ্নচর)

বাংলা কবিতা আন্তর্জাতিক কবি সম্মিলন-২০২৩
------------------------------------------
২০ ফেব্রুয়ারি, ২০২৩, সোমবার, সংস্কৃতি বিকাশ কেন্দ্র ভবন, ১, ই/১, মাজার গলি, পরিবাগ,  ঢাকা  বাংলা কবিতা ডটকম-এর কবিদের ''বাংলা কবিতা আন্তর্জাতিক কবি সম্মিলন-২০২৩'' অনুষ্ঠিত হয়। সার্বিক দায়িত্ব এবং কর্ম পরিকল্পনায় ছিলাম আমি কবীর হুমায়ূন। দুই পর্বে বিভক্ত দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের সভাপতি ছিলেন যথাক্রমে কবি বেগম সেলিনা খাতুন এবং কবি জাকির হোসেন বিপ্লব। উপস্থিত কবিগণ নিবন্ধন ফি বাবদ ১,০০০/-  টাকা প্রদান করেছেন। বাংলা কবিতা আন্তর্জাতিক কবি সম্মিলন-২০২৩ অনুষ্ঠানেও ভারতীয় সম্মানিত কবিদের উপস্থিতি ছিলো। এ অনুষ্ঠানে
কবিতার আসরের প্রায় ৭৫ জন কবি উপস্থিত হয়েছিলেন। এ অনুষ্ঠানকে সুন্দর ও সাবলীলভাবে সম্পন্ন করার জন্য কবিতার আসরের যে সকল কবিগণ স্বতঃস্ফুর্তভাবে আর্থিক সহায়তা করেছেন। যারা ৫০০০/- (পাঁচ হাজার) টাকা বা তার বেশি আর্থিক সহায়তা দিয়েছেন; তাঁরা হলেন-

কবি আলম সরওয়ার
কবি মোঃ সিরাজুল হক ভূঞা
কবি ড. শাহানারা মশিউর (চারুলতা কবি)
কবি বেগম সেলিনা খাতুন
কবি ডক্টর মুহাম্মদ জাকির হোসেন বিপ্লব
কবি মাহমুদ রেজা
কবি মোহাম্মদ খায়রুল কাদির


বিশেষ দ্রষ্টব্যঃ বাংলা কবিতা ডটকম ওয়েবসাইট প্রাসঙ্গিক আপনার জানা এবং অভিজ্ঞতার তথ্য; যা এর ইতিহাসের তথ্য বলে মনে করেন, তা লিখে আলোচনার পাতায় পোস্ট দিন। একদিন আমরা কেউ-ই থাকবো না (এটা নিশ্চিত); হয়তো, তখনও বাংলা কবিতা ডটকম বেঁচে থাকবে অনাগত কবিদের ভালোবাসা এবং প্রয়োজনে। তখন এ ওয়েবসাইটের ইতিহাসের উপাত্তের ঘাটতি পূরণ করবে আপনার লেখাটি। ধন্যবাদ প্রিয় সুজন।