সুদূরে হারাতে দেয় না আমায়। কবিতার মায়াজাল
এসে, ঢেকে রাখে আদরে সোহাগে ধরণীতে। চিরকাল
রইবো না জানি জীবনের পথে। যতটুকু কাল পাই;
প্রেমিকের মতো রাগ-অভিমানে ততটুকু বলে যাই-
কবিতা! তোমার উষ্ণ বক্ষ আমার বুকেতে দাও;
জীবন-যাপনে পৃথিবীর বুকে তোমার সঙ্গে নাও!
অতঃপর, তুমি ছলনে বলনে ভুলে গিয়ে সব লাজ,
ললিত কলার অনিন্দ্যতায় ভাসাও আমারে আজ।

কবিতা তখন দরাজ কণ্ঠে বললে আমায় ডেকে-
ভালোবাসা আর প্রেম মহিমায়, কবি! ফের ওঠো হেঁকে।
মায়াময় প্রেমী রাজপুত্রের অসীম সাহস নিয়ে,
অ-সুর-বন্ধী জীবনের থেকে মুক্ত করো, হে প্রিয়ে!
সুরের গন্ধ, অনিন্দ্য রূপ পেতে তাই রাত জাগি,
শব্দে-ছন্দে অপরূপ ধারা হাত পেতে ভিখ মাগি।

০৫/০৬/২০২৩
মিরপুর ঢাকা।