ফকফকা চাঁদ আকাশের বুকে ঝলমল করে হাসছে,
হে আমার প্রিয়! আমি দেখি তাতে তোমার মূরতি ভাসছে।
মেঘের মেয়েরা হেলেদুলে চলে
হাতে হাত রেখে কত কথা বলে
চপল চরণে দ্রুতলয়ে হেঁটে দূরদেশে চলে যাচ্ছে;
তৃষ্ণা কাতর আমার এ প্রাণ বৃষ্টির জল চাচ্ছে।
অকরুণ তাপে পৃথিবীর মাটি ভীষণ খরায় পুড়ছে,
গাছ-লতাপাতা, পশুপাখি যত পৃথিবীর সাথে ঘুরছে।
গহন দহন ত্রাহিত্রাহি প্রাণ
সারা দিনমান করে আনচান
উদাসী বনের শুকনো পাতারা বাতাসের তোড়ে উড়ছে;
করুণার জল ঢালো অবিরল, যায় যে পরান মূর্ছে।
০৪/০৫/২০২৩
মিরপুর ঢাকা।