ওরা সবাই বৃহৎ হাতি-ঘোড়া-বাঘ!
কবিতার প্রতি খুব অনুরাগ,
নিজে নিজে ভাবে আলোকিত সেরা কবি;
ভাবখানা যেন, জীবনানন্দ মধু সুকান্ত,
নজরুল গুণ রবি।
লেখনীতে ঝরে খরখর করে শামসুর রাহমান;
কবিতার নামে পত্রের খামে
বলে যায় কথা নামে ও বেনামে
লিখে যায় মৃত পিরিতির আখ্যান।
দুঃখবোধের কাসুন্দি ঘাটে
পুরোন কবির ভাবনাকে চাটে
আর গাঁটের পয়সা খরচ করে হাটেতে বই ছাপান।
তারা কবিতার নামে কতোকিছু লেখে ছন্দবিহীন কথা।
লেবু-গুড় ছাড়া শরবত করে
খাওয়াতে যে চায় জোর করে ধরে!
কাব্যকথায় রস নেই, তাই বুঝি নাতো আগামাথা।
বিনয়ের সাথে যদি বলি, 'ভাই,
মজা পাই নাই
ছন্দবিহীন আনন্দহীন তোমার কবিতা পাঠে'!
গোস্বায় ফোটে জলের মতন
টগবগ করে, অস্থির হয়ে বলে সে তখন
হামবড়া খুব ডাঁটে-
'পঞ্চাশখানা কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে যার;
কবিতা হয়নি তার'?
গ্রন্থের সাথে কবিতার কি যে মিল!
ভেবে ভেবে সারা,
তাই, চুপচাপ থাকি, দুয়ারে দিয়েছি খিল।
০৪/০৪/২০২৩
মিরপুর, ঢাকা।