নির্জনতায় সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায় না।
হাট-বাজারে, লোকালয়ে
করছে মানুষ নির্জনতার বায়না;
কখনো তা পায় না।
চিন্তা বাড়ায় নির্জনতায় আকাশ-পাতাল যত্তো।
শান্তি এবং সুখের মাঝে
কে যে কী চায়? খুঁজে না তার তত্ত্ব;
মন যখন হয় মত্ত।
সুখ আর শান্তি পাশাপাশি একই পথে যায় না।
সুখের খোঁজে মত্ত হলে,
কেউ কখনো শান্তি খুঁজে পায় না;
শুধুই ধরে বায়না।
মরণ সুখের, নাকি দুখের? পারে না কেউ বলতে।
শান্তিতে চায় জীবন-যাপন
নিবু নিবু যখন জীবন-সলতে;
ধরণীতে চলতে।
সুখের সাথে শান্তি, আরও স্বস্তিও চায় জীবন।
দুর্বিসহ যখনই হয়
স্বস্তিবিহীন জীবন এবং যাপন;
তখনই চায় মরণ।
৩১/০৮/২০২৩
ঢাকা।