মনটা আমার পাগলা ঘোড়া ইচ্ছে মতন চলে,
ঝড়ের বায়ুর তোড়ের মতন বেজায় কথা বলে।
পাই না যে তার কূলকিনারা ধুলার মহিতলে;
আমার এ মন ইচ্ছে মতন যেথায় খুশি চলে।
যতই বলি মন-পাগলা! থামা রে তোর গাড়ি,
যেতেই হবে অচিন দেশে সকল কিছু ছাড়ি'।
শোনে না সে আমার কথা সর্বনাশার ছলে।
তবুও, মন ইচ্ছে মতন নিজ খেয়ালে চলে।
মনটা যেন উথালপাথাল পদ্মা নদীর জল,
কৃর্তিনাশার রূপ ধরে সে করে কোলাহল।
দু'পাড় ভাঙ্গে ঝপাৎ ঝপাৎ নীরব কৌতুহলে।
যেমন খুশি তেমন করে ইচ্ছে মতন চলে।
ওরে, ও মন! থাকতে সময় ভাব্ রে একটিবার,
আর কতকাল রইবি রে তুই নিজে অবিকার?
যে চিনেছে নিজকে নিজে, তাকেই মহান বলে।
চলিস না মন ইচ্ছে মতন সর্পের কৌশলে।
০৪/০৭/২০২৩
মিরপুর ঢাকা।