একটি ছোট্ট পাখির কন্ঠে
কী মধুর গান বাজে!
প্রভাত-দুপুর-সাঁঝে;
যত শুনি তা' বিমোহিত হই।
ভাবতেছি বসে বসে;
পাখিরে দিলেন এমন কন্ঠ! কে সে?
আকাশে ফোটায় তারার পুষ্প,
মাটিতে ছড়ায় জল;
নিত্য অনর্গল।
এমন শক্তি কার?
চক্ষু মুদিয়া ভাবতেছি অনিবার।
যত খুঁজি তাঁরে এই সংসারে
বিস্ময়ে চেয়ে থাকি;
না পাওয়ার ব্যথা আপনার মাঝে
আপনাকে ঢেকে রাখি।
তাই বুঝি আজ আমার ভিতরে 'আমি',
কেঁদে ফিরে দিবাযামি।
চিত্ত আমার চঞ্চল হয়ে
নিত্য খুঁজছে যারে;
তাঁর সুরখানি ওঠে না বাজিয়া
আমার বীণার তারে।
তাই ওঠে হাহাকার!
ললিত কলার চিন্তা-ভাবনা
ভেঙে করে চুরমার।
০৪/০৬/২০২৩
মিরপুর ঢাকা।