নীড় পাতা ভাঁজ করে রাখি- নান্দ্যনিক আল্পনার;
এই বুকের গহীন গোপন সুখের ছায়াতলে।
বিসর্জন দিয়ে যাই আশা, প্রেম-ভালোবাসা আর
মানবিক জীবনের কামনা; আদিম কৌতূহলে।
ছাদের কার্ণিশে বসে দুঃখের কবিতা লিখে যাই-
নিদ্রাহীন নিশিরাতে আকাশের সাথে কথা বলা।
বিরহের কালগুলো স্থানু বসে থাকে একলাই;
দীর্ঘ ভাবনার পর মনে হয়, জীবন নিস্ফলা।
ব্যর্থ হলো, কতো আশা, কতো স্বপ্ন! বিলাসী বাসনা
তুলে রাখি সযতনে যক্ষের ধনের মমতায়।
দিবসের শেষে বুঝি, মানুষের অনন্ত কামনা
পৃথিবীতে কখনোও পূরণ হয় না, সত্য; হায়!
তবুও, বুকেতে রাখি অপরূপ সেই ছবিখানি
স্মৃতিময় এ্যালবামে; ভুলে সমুদয় পেরেশানী।
০৪/০৫/২০২৩
মিরপুর, ঢাকা।