আশার মাস্তুলে বাঁধো পাল, তুলে দাও
উদ্ভাসিত আগামীর জীবনের তরে;
আনন্দময় সঙ্গীত ফের গেয়ে যাও,
দুঃখকে দিও না স্থান নিস্তেজ অন্তরে।
এখনো যমুনা বহে জলবতী হয়ে,
কোমল মাটিতে জন্মে ফসলের ঘ্রাণ;
বিহঙ্গেরা গীত গায় প্রতি সূর্যোদয়ে,
মানুষেরা পরস্পর জানায় সম্মান।

আশাহত জীবনের চারিদিকে ভয়
জোনাকীর মতো ঘুরে ঘোর অন্ধকারে;
কখনো দেখে না তারা জীবনের জয়,
চরম ব্যর্থতা নিয়ে কাঁদে হাহাকারে।
আশা নিয়ে জেগে ওঠো প্রদীপ্ত যুবক,
ভুলে গিয়ে অতীতের ব্যর্থতার শোক।

০৪/০৪/২০২৩
মিরপুর, ঢাকা।