এতো সুন্দর চেহারা নষ্ট হয়ে যাবে,
সাবলীল রবে না এ জগত-সংসারে;
চামড়া কুচকে যাবে, সাদা হবে চুল।
বলো, এর থেকে কেউ মুক্তি পেতে পারে?
কালের বৃষ্টিরা এসে ধুয়ে নেবে রূপ,
যৌবন-লাবণ্য আর স্মৃতির ভাণ্ডার,
কারুময় নয়নের নিকষিত জ্যোতি;
পরিপাটি থাকবে না কিছুই তোমার।
হায়, বৃদ্ধকাল! সবকিছু কেড়ে নেবে
তিলেতিলে গড়ে তোলা সোনার দেহের।
অনুতাপ, আফশোসে কাল কেটে যাবে;
গতযৌবন-সৌন্দর্য ফিরে চাবে ফের।
কখনো বৃদ্ধ হয় না সুশোভিত মন,
চিরসুন্দর রয় সে' সারাটি জীবন।
০২/০৮/২০২৩
মিরপুর, ঢাকা।