দীল কাবাতে খিল দিয়ে মন
নামাজ পড়িস পাথর-ঘরে।
ডাকিস যারে উদাস হয়ে
সে চলে যায় দূরে সরে॥

ভক্তিরসে সিক্ত হয়ে
সেজদাতে মন যা' লুটিয়ে
তজবি পড়্ তুই ফানাফিল্লায়
দেখবি তাঁরে তোর অন্তরে॥

সেতো  ঘরের ভেতর বসত করে
         মিছে খুঁজিস বন-জঙ্গলে;
         অন্তর্দৃষ্টি খুলে দেখ্ মন
        সে রহে তোর হিয়াতলে।

ভাবসাগরে ডুব দিয়ে মন
খুঁজে যা প্রভু নিরঞ্জন
পাবি তারে ডাকিস যদি
গূঢ় প্রেমের ভক্তি ভরে।

০৩/০৫/২০২৩
মিরপুর, ঢাকা।