দেখে যাই   তোমায় আমি দিবস-যামী মন-মন্দিরে।
তোমারই   রাঙা চরণ
              করতে বরণ অর্ঘ্য ঢালি হৃদয় চিরে॥

প্রতিদিন   দেখি তোমায়
সুদূরের    তারায় তারায়
ভেসে যাও   সন্ধ্যাবেলায় আপন নীড়ে।
চেয়ে রই   অনিমেষে
              আসবে শেষে কোমল পায়ে রাত গভীরে॥

স্বপনের   সিঁড়ি বেয়ে
এসো গো   সোনার মেয়ে
সভয়ে    রই যে চেয়ে তারার ভীড়ে।
যদি গো   উঠো হেসে
             অবশেষে নৃত্য হবে তোমায় ঘিরে॥

রূপেরই   ঝলকধারা
করেছে   পাগলপারা
হয়েছি    আত্মহারা বুঝিনি রে।
যদি গো    হাতটি ধরে
             তোল মোরে ছুটবো প্রেমের সাগর তীরে।


২৭/০৯/২০২৩
ঢাকা।