নশ্বর ধন-সম্পদ, জগত-সংসার;
মিথ্যে দম্ভ-অহংকার গেলো নারে তোর;
একদিন কোন কিছু রবে নাতো; আর
শেষ হয়ে যাবে সব, হবে তোর পর।
ঈর্ষা-দ্বেষ-অহমিকা সব ফেলে যাবি
অন্তরীক্ষে, অনন্তের দূর পারাবারে;
মোক্ষ-লক্ষ্য কি যে তোর এবং কী পাবি?
এবার ভাবোরে মন নীরব আঁধারে।

অসার জগত নিয়ে ডুবেছিলি তুই,
ভোজন, নারীর দেহ, পান, রসরঙ্গে;
ভোগের নিমিত্ত কাল কাটালি শুধুই
মূঢ় নির্বোধের মতো, অবোধের সঙ্গে।
চলে গেলে সবে মিলে দেবে যে কবর,
তারপর, কেউ আর নেবে না খবর।

০১/০৯/২০২৩
আন্তর্জাতিক অতিথি ভবন
পল্লী উন্নয়ন একাডেমি, শেরপুর, রংপুর।