ষণ্ডারা খায় মণ্ডা-মিঠাই
        সাধুরা সব ভুখায় মরে,
আজব দেশের গজব কথা
        বলব রে ভাই কেমন করে?

চোরের বাড়ি দালান কোঠা
সোনার নায়ে রুপার বৈঠা,
তরতরিয়ে চলছে যে তা'
        পাল খাটিয়ে উজান ধরে।

ষণ্ডা- চোরে মিলেমিশে
জনতাকে যাচ্ছে পিষে,
সেসব দেখে পাইনা দিশে
        চুপ থাকি তাই মরণ-ডরে।

দিনকে দিনে বাড়ছে দেনা
দিনের শেষে কূল পাবে না,
পাপ কখনো বাপ ছাড়ে না
        বিচার হবে রোজ হাশরে।

০১/০৮/২০২৩
মিরপুর ঢাকা।

(গীতিকবিতা)