দোর্দণ্ড ঘুমের চিতা বাঘ
পবন প্রবাহে ছুটে আসে
সিঁড়িঘরে ঘন অন্ধকার
শুয়ে থাকি অনন্ত বিশ্বাসে।
তোমার বদন মানচিত্র
ঘন বন মোলায়েম ছায়া
সবুজ পাথারে বৃষ্টি নামে
সুখ আনে পেলবিত কায়া।
পদচিহ্নহীন এ জীবন
আলোকিত অজস্র তারায়
জীবনের শূন্যতার মাঝে
হেসে ওঠো শ্রাবণ ধারায়।
জলবতী স্রোতস্বিনী নাচে
সারারাত ছুটেছুটি করে
দিনান্তের পাখিদের বোধ
স্থায়ী হয় বিক্ষিপ্ত অন্তরে।
বিন্দু বিন্দু স্বেদ সোনা ঝরে
ঘ্রানের শরীর ছুয়ে যায়
পদ্ম প্রণয়ীর শব্দ হাসে
কাঙ্ক্ষিত সোনালী আয়নায়।
গোমরা আকাশ বারান্দায়
আদিত্য হরিন মারে ঘাঁই
তখনো মদির সুবাসিত
সোঁদালো চুলের গন্ধ পাই।

০২/০৭/২০২৩
মিরপুর ঢাকা।