সোনালী দিনের কথা মনের গহীনে
স্মৃতির হাতুড়ি হানে; ভাবি নিরালায়।
শতরূপে ফিরে আসে পড়ন্ত দুর্দিনে
সোনালী দিনের কথা মনের গহীনে!
কিশোর কালের প্রিয় বন্ধুদের বিনে
নাগরিক এ জীবন কাটে হতাশায়!
সোনালী দিনের কথা মনের গহীনে
স্মৃতির হাতুড়ি হানে; ভাবি নিরালায়।
০১/০৮/২০২৩
মিরপুর, ঢাকা।
(ট্রায়োলেট কবিতা)